ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চকবাজার অগ্নিকাণ্ড : ইউরোপীয় ইউনিয়নের শোক

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার ইউরোপীয় ইউনিয়নের কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য ঢাকার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্বজনদের পাশে আছেন বলেও জানানো হয়। ওই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ইইউ প্রতিনিধিরা।

গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ জন প্রাণ হারিয়েছেন। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনের দ্বিতীয় তলায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদামে আগুন ধরে ১২৪ জন নিহত হয়েছিলেন।

জেপি/আরএস/পিআর

আরও পড়ুন