ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নতুনদের নিয়োগের নির্দেশ সিইসির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিসাইডিং ও সহাকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকারীদের পরিবর্তে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নতুনদের দায়িত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ নিতে আসা চর্তথ পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন।

সিইসি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের পরিবর্তে নতুনদের আনলে ভালো হয়। যদি পারেন সব, যদি না পারেন অন্তত বেশিরভাগ ক্ষেত্রে নতুনদের নিয়োগ দেবেন। এটা যদি পারেন, ভালো হয়।’

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, মো. রফিকুল ইসলাম এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

পিডি/এমবিআর/এমএস

আরও পড়ুন