ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১২ দিনে সৌদি গেছেন এক-তৃতীয়াংশ হজযাত্রী

প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৭ আগস্ট ২০১৫

২০১৫ সালের পবিত্র হজ পালনে ইতিমধ্যে সৌদি পৌঁছেছেন ৩৮ হাজার ৩১৬ জন হজযাত্রী। যা মোট হজযাত্রীর এক-তৃতীয়াংশ। গত ১৬ আগস্ট থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে এবার সৌদি যাবেন মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী।

মক্কার আইটি হেল্প ডেস্ক থেকে প্রাপ্ত বুলেটিনে জানা যায়, গত ১২ দিনে মোট ১০০টি ফ্লাইটে ৩৮ হাজার ৩১৬ যাত্রী সৌদি পৌঁছেছেন। ফ্লাইটগুলোর মধ্যে ৫০টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ৫০টি সৌদিয়া এয়ারলাইন্সের।

তবে হাজিদের জন্য সুখবর হচ্ছে এ পর্যন্ত ৮২ হাজার ৪৫ জনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে পাসপোর্ট বাংলাদেশ পাঠানো হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই বাকিদের ভিসাও পাওয়া যাবে বলে জাননি হজক্যাম্পের তথ্য কর্মকর্তারা।

এদিকে গত ১২ দিনে সৌদি গিয়ে মারা গেছেন ছয়জন। ছয়জনের মধ্যে চারজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছের। এরা সবাই পুরুষ। সর্বশেষ বুধবার নওগাঁ জেলার মোহাম্মদ আফজাল হোসাইন (৭৯) মারা যান।

এছড়া সৌদি গিয়ে লাগেজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। বুলেটিনের তথ্য অনুযায়ী এপর্যন্ত হাজিদের ১৪৮টি লাগেজ হারিয়েছে। এদের মধ্যে ৬৫টি উদ্ধার করে ৩৭ জন হাজির কাছে হস্তান্তর করেছে সৌদি হজ কর্তৃপক্ষ।

এআর/বিএ