ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করেই নারীরা এগোবে

প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৭ আগস্ট ২০১৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অধ্যবসায় ও সাধনার মাধ্যমে নারীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন পেশায় বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার ধানমন্ডিস্থ দৃক গ্যালারিতে আলোকচিত্র শিল্পী নাঈমা পারভীনের একক আলোকচিত্র প্রদর্শনী ‘মনছবি’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, নারীরা এগিয়ে গেছে, ভবিষ্যতে আরো আনেকদূর এগিয়ে যাবে। চিত্রশিল্পসহ সকল পেশায় নারীরা আজ নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে।

তিনি বলেন, শিল্পী নাঈমা পারভীনের এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে গ্রাম বাংলার অনন্য চিত্র তুলে ধরা হয়েছে, যার মাঝে লুকিয়ে আছে প্রবাহমান জীবনধারার ছবি। এর মাধ্যমে শিল্পী তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন। জীবনপ্রবাহের বিভিন্ন ঘটনাবলীর এক অভিনব অভিব্যক্তি ঘটেছে এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকের। এছাড়া নাঈমা পারভীনও অনুষ্ঠানে তার অনুভূতি তুলে ধরেন।

 

এইচএস/একে/এমআরআই