২ হাজার টাকায় এজেন্সি পরিবর্তনের সুযোগ হজযাত্রীদের
নগদ ২ হাজার টাকা সার্ভিস চার্জ প্রদান করে প্রাক নিবন্ধিত হজযাত্রীরা নিবন্ধনের জন্য অন্য হজ এজেন্সিতে স্থানান্তরিত হতে পারবেন। রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক (হজ অফিস, ঢাকা) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বেসরকারি সকল হজ এজেন্সির স্বত্বাধিকারী, অংশীদার, পরিচালক ও চেয়ারম্যানকে ওই নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- ২০১৯ সালে ঘোষিত হজ প্যাকেজের ৩ দশমিক ৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো হজযাত্রী লিখিত আবেদনের মাধ্যমে এজেন্সি পরিবর্তন করতে চাইলে প্রাক নিবন্ধিত এজেন্সি বরাবর ২ হাজার টাকা স্থানান্তর কিংবা সার্ভিস চার্জ প্রদান করে স্থানান্তরিত হতে পারবেন।
সে প্রেক্ষিতে ২০১৯ সালের ঘোষিত হজ প্যাকেজ এর নীতিমালা অনুসারে হজযাত্রীদের ইচ্ছা অনুযায়ী স্থানান্তরিত হতে সহযোগিতার জন্য সকল এজেন্সিকে জানানো হয়।
এমইউ/এসএইচএস/জেআইএম