ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পতেঙ্গায় প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত বিশাল নৌকা

আবু আজাদ | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আসছেন। বঙ্গবন্ধু টানেলের বোরিং কাজের উদ্বোধন উপলক্ষে পতেঙ্গা সমুদ্র সৈকতে একটি সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। এই সমাবেশকে কেন্দ্র করে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থের বিশাল এক মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নৌকার আদলে তৈরি ওই মঞ্চে দাঁড়িয়েই বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার দুপুর ১২টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বঙ্গবন্ধু টানেলের বোরিং কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী বেলা ১১টায় বঙ্গবন্ধু টানেলের বোরিং কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময় লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।’

শনিবার দুপুরে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গিয়ে দেখা যায়, ‘পতেঙ্গা সৈকতের আউটার রিং রোডে খেজুরতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় মাটি ভরাট করে তৈরি করা হয়েছে বিশাল নৌকা মঞ্চ। সঙ্গে বিশাল প্যান্ডেলে জায়গা হবে প্রায় দেড় হাজার অতিথির। পুরো সমুদ্র সৈকতকে সাজানো হয়েছে অপূর্ব সাঁজে। আশপাশের পুরো এলাকা বেষ্টন করে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।’

আ জ ম নাসির বলেন, ‘সুধী সমাবেশে নির্দিষ্ট সংখ্যক অতিথি আমন্ত্রণ পেয়েছেন। এর বাইরে কেউ প্যান্ডেলে স্থান পাবেন না। এছাড়া এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়। তবে যেহেতু প্রধানমন্ত্রী চট্টগ্রামের অনেক উন্নয়ন করেছেন। তারা প্রধানমন্ত্রীকে ভালোবাসে, সে কারণে তারা সমাবেশস্থলের আশপাশে আসবেন।’

জেএইচ/এমকেএইচ

আরও পড়ুন