ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাকির রেজাউলকেও নেয়া হলো আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শরীরের ৬০ শতাংশ পোড়া নিয়ে আইসিইউতে ছিলেন সোহাগ।

পরে অবস্থার অবনতি হলে দুপুরের পর রেজাউল (৫১ শতাংশ পুড়ে গেছে) ও জাকিরকেও (৩৫ শতাংশ পুড়ে গেছে) আইসিইউতে নেয়া হয়।

বাকি ছয়জন বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সালাউদ্দিন (১০ শতাংশ), হেলাল (১৬ শতাংশ), সেলিম (১৪ শতাংশ), মুজাফ্ফর (৩০ শতাংশ), মাহমুদুল (১৩ শতাংশ), আনোয়ার (২৮ শতাংশ) পুড়ে গেছে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিকেলে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মোট ১৮ রোগী এসেছিলেন। এর মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ভর্তি থাকা ৯ জনের তিনজন আইসিইউতে রয়েছেন।

তিনি বলেন, ‘এদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। কেউ কিন্তু ঝুঁকিমুক্ত নয়। সবারই অবস্থা আশঙ্কাজন। আমরা আপ্রাণ চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সকালে ফোন করে বলেছেন চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা নেয়ার জন্য। আমরা জীবিতদের সুস্থ করার চেষ্টা করছি।’

আরএমএম/এমএএস/এএইচ/পিআর

আরও পড়ুন