ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশে আশ্রয় হবে না শামীমার : পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 

সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগমকে আশ্রয় দেবে না বাংলাদেশ। বুধবার রাতে বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, শামীমা বেগমকে ভুলভাবে বাংলাদেশ ও ব্রিটেনের যৌথ নাগরিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সরকার দৃঢ়ভাবে বলতে চায়, শামীমা বাংলাদেশের নাগরিক নয়। তিনি জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক। বাংলাদেশের যৌথ নাগরিকত্বের জন্য তিনি কখনোই আবেদন করেননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিভাবকের দিক থেকে যোগসূত্র থাকলেও শামীমা কখনোই বাংলাদেশে আসেননি। তাই তাকে বাংলাদেশে ঢুকতে দেয়ার কোনো প্রশ্নই আসে না। যে কোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জেপি/এমআরএম

আরও পড়ুন