জানা যায়নি আগুনের কারণ, তবে...
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৩টি ইউনিট। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
তবে আগুনের কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দা আদিল জানিয়েছেন, চুড়িহাট্টা বড় মসজিদের সামনে থাকা প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে।
তিনি বলেন, বিকট শব্দে বিস্ফোরণে ভেবেছিলাম বোমা ফেটেছে। দৌড়ে এসে দেখি প্রাইভেটকারে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের হোটেল ও কেমিক্যালের গোডাউনে ছড়িয়ে পড়ে। শত শত মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে।
তিনি কমপক্ষে ১৫/২০ জনকে আহত অবস্থায় দেখতে পান বলে জানান। তবে কেউ কেউ আবার বলছেন, ওয়াহিদ ম্যানসনের পাশের হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে।
এদিকে ফায়ার সার্ভিস বলছে, তদন্ত না করে কিছু বলা যাবে না।
এমইউ/বিএ