ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দগ্ধ ১৫ জন ঢামেকের বার্ন ইউনিটে, ৩৭ জন জরুরি বিভাগে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:০৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভবনে লাগা আগুনে দগ্ধ ১৫ জনসহ ৫২ জনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আগুনে দগ্ধ ১৫ জনসহ ৫২ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ৩৭ জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢা‌মেকের ক্যাজু‌য়েল‌টি বিভা‌গের আবা‌সিক সার্জন ডা. আলাউ‌দ্দিন বলেন, ঢামেকের বার্ন ইউনিটে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমান বলেন, দুইজনকে আশঙ্কজনকজনক অবস্থায় এখানে ভর্তি করা হয়েছে। তারা হলেন আব্দুল মান্নান (৬০) ও হেলাল উদ্দিন (১৮)।

এমইউ/এআর/বিএ