ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশীয় অস্ত্রসহ ১২ ডাকাত-প্রতারক আটক

প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৭ আগস্ট ২০১৫

রাজধানীর পল্লবী ও কালশী এলাকায় অভিযান চালিয়ে সাত ডাকাতসহ ১২ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. কাইয়ুমুজ্জান খান।

মো. কাইয়ুমুজ্জান খান বলেন, রাজধানীর বিত্তবান পুরুষদের টার্গেট করে প্রতারকচক্র কিছু তরুণীকে ব্যবহার করছে এ চক্র। টার্গেটকৃত ব্যক্তিদের সঙ্গে কৌশলে কথা বলে তারা নিদিষ্ট স্থানে ডেকে নেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উক্ত ব্যক্তিদেরকে জিম্মি করে বিভিন্ন বাসায় নিয়ে আটক রেখে নগদ মালামাল ও অর্থ হাতিয়ে নিচ্ছে।

এর আগে রাজধানীর পল্লবী থানার কালশী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশ পরিচয়দানকারী সাত ডাকাতকে আটক করে পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে তিনটি ছোরা, একটি রামদা,দুইটি খেলনা পিস্তল ও ১০ টি মোবাইলসেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. লিয়াকত আলী, মো. কামরুল ইসলাম, মো. শহীদুল ইসলাম ওরফে কামাল, মো. নাজমুল হক দিদার, মো. রুহুল আমিন ওরফে রিপন, ওবায়দুর রহমান বতু ও মেরেুন নেছা কেয়া।

এই প্রতারক চক্রটি বিত্তবান ব্যক্তিদের নিকটে থাকা মালামাল নগদ টাকা ছিনিয়ে নেয়া ছাড়াও অস্ত্রের ভয় দেখিয়ে তাদের দলের মেয়েদেরকে বিবস্ত্র করে ছবি তুলে মান সম্মানের ভয় দেখায়। এরপর আটক ব্যক্তিদের মোবাইল দিয়ে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে।

অন্যদিকে বুধবার বিকাল পাঁচটায় রাজধানীর মিরপুর মডেল থানার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত সদস্যদের আটক করেছে মিরপুর থানার পুলিশ। আটকরা হলেন- মো. কামাল হোসেন, মো. বাদশা,মো. আসমত আলী, মো. রিমন ও মো. সাবু।

এসময়ে তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র একটি মিনি পিকাপভ্যান (রেজিষ্টেশন নম্বর ঢাকা মেট্রো ণ ১১-৮৬৫০) উদ্ধার করা হয়।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তারা মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রাজধানীসহ আশপাশের জেলা শহরে ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

জেইউ/এসকেডি