ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিম্নমানের ক্রীড়াসামগ্রী নিয়ে সংসদে ক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

প্রতিবছর প্রত্যেক সংসদ সদস্যের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু ক্রীড়াসামগ্রী বরাদ্দ করা হয়। এসব সামগ্রীর মান নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ সদস্যরা। তারা নিম্নমানের এসব সামগ্রী দেয়ার চেয়ে না দেয়া ভালো বলে অভিমত ব্যক্ত করেছেন।

মঙ্গলবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান সম্পূরক প্রশ্ন করার সময় ক্ষোভ প্রকাশ করেন।

আব্দুল মান্নান বলেন, প্রতি বছর এমপিদের নামে যেসব ক্রীড়াসামগ্রী (ফুটবল, জার্সিসহ) বরাদ্দ দেয়া হয়, সেগুলো এত নিম্নমানের, এগুলোর মান বৃদ্ধি করতে না পারলে বন্ধ করে দেয়া উচিত। না হলে সরকারের বদনাম হবে, মন্ত্রণালয়ের বদনাম হবে।

জবাবে বিষয়টি স্বীকার করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আমি এ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি থাকাকালীন সময় এ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেন সংসদ সদস্যরা। অনেকবার চেষ্টা করেছি মান উন্নয়ন করার। এবার শুধু মান উন্নয়ন না, পরিমাণও যাতে বৃদ্ধি পায়, সেই কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এইচএস/জেডএ/এমএস

আরও পড়ুন