ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত কাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

দিন গণনার হিসেবে ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। ওই দিন সকাল ১০টায় মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাওলানা সাদপন্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুরের জেলা প্রশাসক একদিন সময় বাড়িয়ে আগামীকাল মোনাজাত আয়োজনের অনুমতি প্রদান করেন।

ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে এবারের ইজতেমা ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ চার দিনের মধ্যে মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিদের ইজতেমা অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। আর সাদপন্থীদের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমা করার কথা।

istema-2

তবে মাওলানা জুবায়ের অনুসারীরা ১৪ ফেব্রুয়ারি ইজতেমার প্রস্তুতি শুরু করেন। সে হিসেবে তারা একদিন সময় বেশি পায় বলে মনে করছে মাওলানা সাদ এর অনুসারীরা। এ যুক্তি তুলে ধরেই তারা আজ (সোমবার) মোনাজাত আয়োজন করতে পারবেন না বলে জানান।

কাজেই তারা সোমবারের পরিবর্তে মঙ্গলবার মোনাজাত পরিচালনার অনুমতি চান। সার্বিক অবস্থা বিবেচনা করে গাজীপুরের জেলা প্রশাসক তাদের মঙ্গলবার মোনাজাত পরিচালনার অনুমতি প্রদান করেন।

 

এমইউ/এমবিআর/এমকেএইচ

আরও পড়ুন