আকাশ পথে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা হবে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, আকাশ পথে সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করা হবে। এজন্য বেসরকারি আকাশ পরিবহন খাতের উন্নয়নে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতাও প্রদান করবে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিমান পরিবহন সেবার মানোন্নয়ন হলে তা দেশের পর্যটনের উন্নয়নেও ভূমিকা রাখবে। বেসরকারি আকাশ পরিবহন সংস্থাগুলোর উন্নয়নে এ খাতে একটি সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করবে, যা বিমান পরিবহন সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে। এ লক্ষ্যেই কাজ করছে মন্ত্রণালয়।
এওএবি সভাপতি বলেন, বেসরকারি আকাশ পরিবহন খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। সরকারের সহায়তা পেলে এই খাতের ভূমিকা আরও বাড়বে। জবাবে প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে খুবই আন্তরিক। তার দিকনির্দেশনা মোতাবেক এ খাতের উন্নয়নে সব কাজ সম্পন্ন করা হবে।
আরএম/এমএমজেড
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি