ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিএনসিসির উপ-নির্বাচন : আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও ঢাকার দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনা পাঠানো হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সভাপত্বি করবেন।

নির্দেশনায় মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ডিএমপি কমিশনার, বিজিবি/র‌্যাব/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএনআইয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ড ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হওয়া আরও নতুন ১৮টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এইচএস/আরএস/জেআইএম

আরও পড়ুন