ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাদকসেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে আটক ৪৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসেবন ও বিক্রির অপরাধে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, আটকের সময় তাদের কাছ থেকে ৫৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১১ গ্রাম হেরোইন, ৭৮৫ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) মাদকবিরোধী অভিযানে রাজধানী থেকে আরও ৬৯ জনকে আটক করা হয়।

এআর/আরএস/আরআইপি

আরও পড়ুন