বাংলাদেশের বিমান সংস্থা নিম্নমানের : স্কাইট্র্যাক্স
বিশ্বে বাংলাদেশ বিমানের মান নিম্ন শ্রেণির বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্কাইট্র্যাক্স নামে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা। প্রতিবেদনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বের শোচনীয় বিমান সংস্থাগুলোর মধ্যে একটি। বুধবার এ তথ্য প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠানটি।
অনলাইনভিত্তিক সংস্থা স্কাইট্র্যাক্স বিমান ও বিমানবন্দর সংক্রান্ত বিষয়ে গবেষণা করে থাকে। বুধবার প্রতিষ্ঠানটি জানায়, প্রতিবেদনে বিশ্বের ২১টি বিমান সংস্থাসহ বাংলাদেশ বিমান দুই তারকা মানের তালিকায় স্থান পেয়েছে। এমনকি শোচনীয় বিমান সংস্থাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বিমান।
স্কাইট্র্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই তারকা বিমান সংস্থা মানে হলো পণ্যসেবা, বিমানবন্দর ব্যবস্থাপনা, স্টাফ সার্ভিস প্রভৃতি নিম্নমানের। ইরান এয়ার, সিরিয়ান এয়ার, এয়ার ইতালি প্রভৃতি বিমান সংস্থাও এই শ্রেণির মধ্যে পড়েছে।
অন্যদিকে প্রতিবেদন অনুযায়ী পাঁচ তারকা মানের বিমান সংস্থাগুলো হচ্ছে এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ অব জাপান, এশিয়ানা এয়ারওয়েজ অব সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স।
তবে দক্ষিণ কোরিয়ার করয়ো এয়ার লাইন্সও নিম্নমানের তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিএ