ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পঞ্চম দফায় ১২ শতাধিক পর্নসাইট বন্ধের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার উদ্দেশে এক হাজার ২৭৯টি পর্নসাইট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্নসাইট (ডোমেইন ও লিংক) আইআইজির সহায়তায় বন্ধ করার নির্দেশ দেয়।

পঞ্চম দফায় বৃহস্পতিবার বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে দেশের সব আইআইজিতে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) সংশ্লিষ্ট পর্নসাইটগুলো বন্ধের নির্দেশনা পাঠানো হয়েছে।

বিটিআরসির নির্দেশনা পেয়ে এরই মধ্যে আইআইজিগুলো তা কার্যকর করতে শুরু করেছে বলেও জানা গেছে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পর্নসাইট বন্ধের মাধ্যমে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার জন্য এ উদ্যোগ নিয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ২৪৪টি ‘পর্ন ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি।

আরএম/জেডএ/জেআইএম

আরও পড়ুন