ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পিছু হটলো আরাকান আর্মি

প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৬ আগস্ট ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে অবশেষে পিছু হটেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। বুধবার রাত সাড়ে আটটার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. মহসিন রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনীর এফ-৭ নামের একটি বিমান বান্দরবানের থানচি এলাকার উপর দিয়ে টহল দেয়। এসময় নিচে থাকা সেনাবাহিনী ও অতিরিক্তি বিজিবি সদস্য আরাকান আর্মির উপর আক্রমণ করে। আক্রমণের মাত্রা বাড়ানো হলে তারা ওই এলাকা ত্যাগ করে।

বিজ্ঞপ্তিতে এঘটনায় গুলিবিদ্ধ নায়েক জাকিরের শারীরিক অবস্থা সম্পর্কে বলা হয় তিনি এখন আশঙ্কামুক্ত, সুস্থ্য হতে কিছুদিন সময় লাগবে।

# অভিযানে পিছু হটছে আরাকান আর্মি : বিজিবি
# বান্দরবানে অফেনসিভ অপারেশন চলছে : বিজিবি মহাপরিচালক


এআর/এসকেডি