ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আর্মেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূত আর্মেন মারটিরোসিয়ান।

আজ (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অফিসে এসে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতে বন্ধুপ্রতিম দুদেশের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আর্মেনিয়ার রাষ্ট্রদূত জানান, দুদেশের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে তথা সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে তিনটি বিষয়ে জরুরি ভিত্তিতে কাজ করা দরকার।

প্রথমত, আর্মেনিয়ার সমৃদ্ধ সংস্কৃতিকে বাংলাদেশে আরও পরিচিত করার জন্য দুটো কনসার্ট আয়োজন।

দ্বিতীয়ত, পুরান ঢাকায় অবস্থিত আর্মেনিয়ান চার্চকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্তিকরণের পদক্ষেপ গ্রহণ।

তৃতীয় বিষয়টি হলো- সংস্কারাধীন আর্মেনিয়ান চার্চের মূল্যবান পেইন্টিংস ও শিল্পকর্ম সংস্কার ও সংরক্ষণে দ্রুত পদক্ষেপ গ্রহণ।

প্রতিমন্ত্রী বিষয়সমূহ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ও আর্মেনিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত কোনো চুক্তি নেই। উপরোক্ত বিষয়সমূহ সমাধানসহ দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে শিগগিরই এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাক্ষাৎকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. মোস্তফা কামাল এনডিসি, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন ও অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ/এমবিআর/জেআইএম

আরও পড়ুন