ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তৃতীয় দফায় উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা নদীর দুই তীর অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। এসব অবৈধ স্থাপনা দখল মুক্ত করতে গত কয়েক দিন যাবত উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) তৃতীয় ধাপে অভিযান পরিচালনা শুরু করেছে সংস্থাটি।

মঙ্গলবার কামরাঙ্গীরচরের লোহারপুল ব্যাটারিঘাট এলাকা থেকে দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরুতেই অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি টিনের ঘর ভেঙে দেয়া হয়।

এর আগে দুই দফায় মোট ছয় দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের প্রায় ১ হাজার ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে ১০৭টি পাকা ভবন, ১২১টি আধাপাকা স্থাপনা, ৮০টি স-মিল, ৮টি কারখানা এবং ৮৮৩টি টিনের ঘর ও টংঘর ছিল। ঢাকা নদীবন্দরের আওতাধীন এলাকায় আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।

প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, উচ্ছেদের পর আমরা সীমানা চিহ্নিত করে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ করব। ভিতরে গাছ লাগিয়ে দেব। যাতে কেউ পুনরায় দখল করতে না পারে।

এএস/এমএমজেড/এমএস

আরও পড়ুন