ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ভাবনা’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

সড়ক দুর্ঘটনা এখন সরকারের সবচেয়ে বড় দুর্ভাবনা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের উন্নয়নসহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সড়ক দুর্ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাদের বলেন, ‘আমি নিজেই বলেছি সড়কে শৃঙ্খলা আসেনি। অবকাঠামোগত প্রকল্পে যত অগ্রগতি সেই তুলনায় সড়ক ও পরিবহনে শৃঙ্খলাটা আসেনি, যার জন্য দুর্ঘটনা বা যানজট রয়েছে।‘

‘সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শিগগিরই ডাকা হবে। নতুন করে কমিটি সাজাবো। নতুনভাবে প্রোগ্রাম নেয়ার চিন্তাভাবনা করছি। নিরাপত্তা কাউন্সিলের সভায় কমিটি করে দেব। তাদের কাছ থেকে অল্প দিনের ব্যবধানে প্রতিবেদন চাইব, পরবর্তীতে যদি টাস্কফোর্স করতে হয় তাও করব’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘এটার (সড়ক দুর্ঘটনা) লাগাম টেনে ধরতে হবে, রাশ টেনে ধরতে হবে। জাতীয় স্বার্থে এবং জাতির দুর্ভাবনা অবসানের স্বার্থে। কারণ সড়ক দুর্ঘটনা এখন আমাদের সবচেয়ে বড় দুর্ভাবনা, এটা অস্বীকার করে লাভ নেই।’

সড়ক দুর্ঘটনা কি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটা সম্ভব সেটা আমি কেন করব না। যেটা সম্ভব সেটা কেন করা যাবে না? করতে হবে।’

তিনি বলেন, ‘বড় গাড়ির সঙ্গে সিএনজি বা ইজিবাইকের যদি সংঘাত হয় আর ইজি বাইকে যদি ১০ জন থাকে, তবে ১০ জনই মারা যায়। বড় বড় গাড়িতে সংঘাত হলে আহত হয়, এ রকম নিহত হয় না। ছোট ছোট যান নিয়ন্ত্রণ করা আমাদের প্রথম দায়িত্ব।’

কাদের বলেন, ‘অনেকে ইজিবাইক, নসিমন করিমনের সঙ্গে জড়িত, এখানে রাজনৈতিক বিষয়ও আছে। কিন্তু মানুষের জীবনটা আগে বাঁচাতে হবে।’

আরএমএম/এএইচ/পিআর

আরও পড়ুন