ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সিরডাপের কাজ প্রশংসনীয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সিরডাপ যে কাজ করছে তা প্রশংসনীয়। পল্লী উন্নয়নে বাংলাদেশের যে সব প্রতিষ্ঠান কাজ করছে তার সঙ্গে যোগসূত্র স্থাপন করে কাজ করলে সিরডাপের কার্যাবলী আরও ফলপ্রসূ হবে।

গতকাল (সোমবার) সচিবালয়ে নিজ দফতরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) মহাপরিচালক তেবিতা জি. বসেওকা তাগিনাভুলাউ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মো. জিয়াউল হক এবং অতিরিক্ত সচিব নাসরীন আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সিরডাপকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাসহ (এফএও) অন্যান্য সংস্থা এবং দাতা সংস্থাগুলি সবসময় সাহায্য সহযোগিতা করে আসছে। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও এ অঞ্চলের সহযোগী দেশগুলো একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের দেশগুলো দারিদ্র বিমোচনে জোরালো ভূমিকা রাখতে পারে। দারিদ্র বিমোচনে বাংলাদেশের গৃহীত ‘একটি বাড়ী একটি খামার’ প্রকল্পের আলোকে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোও মডেল প্রকল্প গ্রহণ করতে পারে।

তিনি আরও বলেন, সিরডাপকে আরও কার্যকর করতে সদস্য দেশগুলোর পরামর্শ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে।

সাক্ষাৎকালে সিরডাপ মহাপরিচালক মন্ত্রীকে তাদের কার্যাবলী অবহিত করেন ও আগামী জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য সিরডাপের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।

এমইউএইচ/এমএমজেড/এমকেএইচ

আরও পড়ুন