ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইল, মতিঝিল ও মগবাজারে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এ মামলা করা হয়।

অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির মেসার্স মোহনা জুয়েলার্স এবং মেসার্স জুয়েল জুয়েলার্স ডিজিটাল স্কেলের বিএসটিআইয়ের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় মামলা করা হয়।

একই মার্কেটের মেসার্স সিটি স্টার টেইলর অ্যান্ড ফেব্রিক্স কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে অবৈধ কাঠের গজকাঠি ব্যবহার করার প্রমাণ পায় সার্ভিল্যান্স টিম। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়।

অপর দুই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মতিঝিলের মেসার্স পিটস্টপ ও মগবাজারের মধুবাগ এলাকার মেসার্স ডেইলি শপিং (সুপার শপ)। প্রতিষ্ঠান দুটি ডিজিটাল স্কেলের বিএসটিআইয়ের ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ করেনি।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেনের নেতৃত্বে অভিযানে পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম এবং মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

এমএএস/এএইচ/জেআইএম

আরও পড়ুন