রাজধানীতে বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট হবে : সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশে বর্তমানে ১ লাখ ৬৬ হাজার ৩৯৭ জন নিবন্ধিত বাক-শ্রবণ প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ৯০৭ জন বাক প্রতিবন্ধী ও ৪৭ হাজার ৪৯০ জন শ্রবণ প্রতিবন্ধী। এই বিপুল সংখ্যক বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশে মোট ৮টি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় থাকলেও ঢাকায় বড় কোনো ইনস্টিটিউট নেই। কাজেই খুব শিগগিরই রাজধানীতে বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে, যেখানে তাদের প্রশিক্ষণের জন্য সকল সুযোগ-সুবিধা থাকবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় আগারগাঁওয়ে প্রবীন হিতৈষী সংঘ থেকে সমাজসেবা অধিদফতর পর্যন্ত প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ র্যালিতে নেতৃত্ব দেন। র্যালি ও আলোচনা শেষে বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমইউএইচ/এমবিআর/পিআর