সেবা প্রার্থীদের হয়রানি না করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
সেবা প্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে আজ (বুধবার) বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সেবা প্রার্থীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ দানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, পুলিশ জনগণের সেবক। পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদান করবে।
আবদুল হামিদ আরও বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গি নিয়ন্ত্রণে পুলিশ ইতোপূর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করেছে। এ ধরনের ভূমিকা অব্যাহত রাখার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
মাদক ব্যবসায়ীদের সঙ্গে নয়, পুলিশের সখ্য থাকবে জনগণের সঙ্গে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। বর্তমানে দেশ অনেকাংশেই জঙ্গির আগ্রাসন থেকে মুক্ত। এখন মাদকের বিরুদ্ধে লড়তে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদেরও আইনের আওতায় আনতে হবে।
এফএইচএস/এমবিআর/এমএস