ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিশ্বের ৫৮ দেশে ৭৭ মিশন বাংলাদেশের : সংসদে পররাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

বর্তমানে মোট ৫৮টি দেশে বাংলাদেশের ৭৭টি মিশন (দূতাবাস /হাইকমিশন/কনস্যুলেট জেনারেল/কনস্যুলেট/উপ-হাইকমিশন/সহকারী হাইকমিশন) রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য মুজিবুল হকের (কিশোরগঞ্জ-৩) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী জানান, এই মিশনগুলোর মধ্যে ১১টি দূতাবাস নিজস্ব জমিতে অবস্থিত। এগুলো হলো চীনের বেইজিং, বেলজিয়ামের ব্রাসেলস, ভারতের নয়াদিল্লি ও কলকাতা, যুক্তরাজ্যের লন্ডন, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, ডেনমার্কের কোপেনহেগেন, সৌদি আরবের রিয়াদ, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন।

যে সকল দেশে বাংলাদেশ মিশনের জন্য নিজস্ব জমি নেই, সে সকল দেশে ভাড়া করা সম্পত্তিতে মিশনের কাজ চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এইচএস/এসআর/এমকেএইচ

আরও পড়ুন