ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লবণ ব্যবসার আড়ালে ইয়াবার কারবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৭ হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। সোমবার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী মাছ বাজার এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল তাকে আটক করেছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবরে র‌্যাব-৩ এর একটি দল অভিযানে গিয়ে আবুল কালাম (৪৭) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক আবুল কালাম আজাদ কক্সবাজারের লবণ ব্যবসায়ী। তার বাড়িও কক্সবাজারে। লবণ ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা ব্যবসার সিন্ডিকেট পরিচালনা করত সে। লবণ ব্যবসার আড়ালেই নিত্য নতুন কৌশলে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশে এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।

এ চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে এবং আটক আবুল কালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জেইউ/আরএস/জেআইএম

আরও পড়ুন