ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রোববার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যোদয় হয়, ৬টা ৩৮ মিনিটে। সূর্যাস্ত হবে ৫টা ৪৭ মিনিটে।

জেডএ/এমকেএইচ

আরও পড়ুন