সোনারগাঁও ও রূপসী বাংলার কাজ দ্রুত শেষ করার তাগিদ
আগামী বছরের জুন মাসের মধ্যে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল ও রূপসী বাংলা হোটেলের সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের কাজও শেষ করার তাগিদ দেয় সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ দেয়া হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে রূপসী বাংলা হোটেল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সংস্কারমূলক কাজের বিষয়ে আলোচনা হয়। কমিটি নির্ধারিত সময়ে কাজগুলো শেষ করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করার সুপারিশ করেছে। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারকে আরও দৃষ্টিদন্দন করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম, কামরুল আশরাফ খান এবং মো. আফতাব উদ্দীন সরকার অংশ নেন।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, প্রাইভেট এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এইচএস/এসকেডি/আরআইপি