ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাজার শয্যায় উন্নীত হচ্ছে পঙ্গু হাসপাতাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এক হাজার শয্যায় উন্নীত করাসহ বর্ধিত ৫০০ শয্যার সেবা কার্যক্রম চালুর লক্ষ্যে সব বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন পালনের শর্তে প্রশাসনিক অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ।

গত ৩০ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৫০০ শয্যা বিশিষ্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল’ কিশোরগঞ্জ চালু সংক্রান্ত সব বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন পালনের শর্তে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল চালু সংক্রান্ত বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন পালনের শর্তে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়।

এছাড়া বৈঠকে নীলফামারি আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণসহ সেবা চালু সংক্রান্ত বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন পালনের শর্তে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়।

এমইউ/এমএমজেড/এএইচ

আরও পড়ুন