ড্যাবের নতুন আহ্বায়ক কমিটি
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ডা. ওবায়দুল কবির খান সদস্য সচিব এবং ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ড্যাবের সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আজিজুল হক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
কেএইচ/এমএমজেড/এএইচ