ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একাদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

একাদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। এই কমিটি অধিবেশন, বাজেট ও সংসদ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

রোববার (৩ ফেব্রুয়ারি) নিজেকে সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কমিটির সদস্যরা হলেন- সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ, সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর করিম সেলিম, সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, আইনমন্ত্রী মো. আনিসুল হক, সাবেক মন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও চিফ হইপ নূরে আলম চৌধুরী লিটন।

এইচএস/এমএমজেড/এএইচ

আরও পড়ুন