যাত্রাবাড়ীতে ১৩শ বোতল ফেনসিডিলসহ আটক দুই
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৯০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার ভোর ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ব্রিজের পূর্ব পার্শ্বের ঢালে একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করে ডিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
যাদের আটক করা হয়েছে তারা হলেন- ট্রাক ড্রাইভার মো. নাহিদ ইসলাম ওরফে মোহাম্মদ আলী (২১) ও হেলপার মো. ওমর ফারুক (১৮)।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, আজ ভোর সাড়ে ৪টায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ব্রিজের পূর্ব পার্শ্বের ঢালে রাসেলের চায়ের দোকানের সামনে অভিযান চালায় ডিবি দক্ষিণের অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম। এ সময় পাকা রাস্তার ওপরে থাকা একটি ট্রাক তল্লাশি করে ৪টি প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ১২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসা ও পরিবহনের দায়ে ড্রাইভার নাহিদ ও হেলপার ওমর ফারুককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
জেইউ/এনএফ/জেআইএম