ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১৯ দিনে সোয়া লাখ মামলা, জরিমানা ৬ কোটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা এবং ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ কার্যক্রম ২ ফেব্রুয়ারি শেষ হয়। এ সময়ের মধ্যে ১ লাখ ১২ হাজার ৫৫৮টি মামলা ও ৫ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।

নতুন বছরের প্রথম মাসের ১৫ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ চলার কথা থাকলেও দুদিন বাড়িয়ে ২ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত করা হয়। গত ১৯ দিনে ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘন করায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

এ সময়ের মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘন করায় সবচেয়ে বেশি মামলা দেয়া হয়েছে মোটরসাইকেল ও বাসের বিরুদ্ধে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি (১৯ দিন) ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ চলাকালীন বাস/মিনিবাসের বিরুদ্ধে ২৪ হাজার ৩৩৬টি, ট্রাকের বিরুদ্ধে ৮৩৫টি, কাভার্ড ভ্যানের বিরুদ্ধে ৩ হাজার ১২৬টি, সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ১৪ হাজার ৭৪৯টি, ট্যাক্সিক্যাবের বিরুদ্ধে ২৯টি, কার/জিপের বিরুদ্ধে ১১ হাজার ১৯২টি, মাইক্রোবাসের বিরুদ্ধে ২ হাজার ৭৬৮টি, পিকআপের বিরুদ্ধে ৪ হাজার ৯১৬টি, হিউম্যান হলারের বিরুদ্ধে ৩০৮টি, মোটরসাইকেলের বিরুদ্ধে ৪৭ হাজার ৫২২টি ও অন্যান্য গাড়ির বিরুদ্ধে ২ হাজার ৭৭৭টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া এ সময় ৪৭১টি গাড়ি ডাম্পিং এবং ১৪ হাজার ১৫৭টি গাড়ি রেকারিং করা হয়েছে।

জেইউ/আরএস/এমএস

আরও পড়ুন