সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহের পর বিদায় নিতে পারে শীত
দেশে বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ সপ্তাহব্যাপী অব্যাহত থাকতে পারে। তবে এটিই হয়তো মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। এরপর দেশে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী এক বছরের জন্য বিদায় নিতে পারে শীত। খবর- বাসস
আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস বলেছেন, দেশের উপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন এ অবস্থা বিরাজমান থাকবে। তবে এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। এরপর দেশে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এরপরই এ বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
গতকালের (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম ও ফেনীতে ৩১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং আজ শনিবার সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
আরএস/এমএস