শিক্ষার্থীদের জন্য জিপির ভিডিও টিউটোরিয়াল
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের আসন্ন টেস্ট এবং এসএসসি পরীক্ষায় সহায়তায় ইংরেজি বিষয়ের দুটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে বাংলাদেশের বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন অনলাইন টিচিং এক্সিলেন্স সেন্টার।
মঙ্গলবার এক সংবাদ বার্তায় গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাসান এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, শিক্ষামূলক টিউটোরিয়াল দুটি ইউটিউবে গ্রামীণফোনের ভিডিও চ্যানেলে বিনামূল্যে দেখা যাবে। এই টিউটোরিয়ালগুলো শিক্ষার্থীদের আসন্ন টেস্ট এবং এসএসসি পরীক্ষায় সহায়তার জন্য তৈরি করা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চ মাসে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গ্রামীণফোন চারটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছিল।
গ্রামীণফোনের ‘ইন্টারনেট ফর অল’ লক্ষ্য অর্জনের পথে এটি একটি কর্পোরেট রেসপনসিবিলিটি উদ্যোগ। গ্রামীণফোন বাংলাদেশের মানুষের কাছে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দিতে কাজ করছে। ইন্টারনেটে মানসম্পন্ন শিক্ষা উপকরণের প্রাপ্তি নিশ্চিত করা এর একটি অংশ।
টিউটোরিয়াল দুটির লিংক:
এসআই/একে