ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বুড়িগঙ্গায় তিন দিনে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

নদীতীর দখল ও দুষণমুক্ত রাখতে বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গত ২৯ জানুয়ারি শুরু হওয়া অভিযানে ছোট বড় মিলিয়ে প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বুড়িগঙ্গা নদীর তীরের কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ।

অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

অভিযানে সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স’মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা, আধাপাকা ভবন ও ছোট বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে বিআইডব্লিউটিএর উচ্ছেদ কার্যক্রম আবারও পরিচালনা করবে বলে জানা গেছে।

বুড়িগঙ্গা নদীর দুইপাড় দখলমুক্ত করতে তৃতীয় দিনে উচ্ছেদ অভিযানে কামরাঙ্গীচর এলাকায় খোলামোড়া নবাবচর থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় দুটি তিনতলা ভবন, স’মিল, মিল-কারখানাসহ বেশ কয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এএস/বিএ

আরও পড়ুন