ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে সম্প্রীতি বাড়াতে হবে

প্রকাশিত: ১১:১২ এএম, ২৫ আগস্ট ২০১৫

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, দেশের প্রয়োজনেই বাংলাদেশ পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি আরো বাড়াতে হবে। মঙ্গলবার পুলিশ হেড কোয়ার্টার্সে আইজিপি এ কথা বলেন।

পুলিশ হেড কোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পিআর শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইজিপি বলেন, জাতীয় নিরাপত্তা ও সংকটকালে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তবে এই সৌহার্দকে আরো সম্প্রসারিত করতে হবে।

এদিন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনডিসি’র চিফ ইন্সট্রাকটর ব্রিগেডিয়ার জেনারেল মেজবাহ উল আলম চৌধুরী।

এসময় পুলিশের অতিরিক্ত আইজি মো. মইনুর রহমান চৌধুরী বলেন, এ সফর পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে। তিনি এ ধরনের সফরের আয়োজন করার জন্য এনডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রতিনিধিদলে আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের ৩৭ জন প্রশিক্ষণার্থী, ৯ জন ফ্যাকাল্টি মেম্বারসহ মোট ৪৬ জন কর্মকর্তা ছিলেন।

প্রতিনিধিদলের সদস্যরা আইনের শাসন প্রতিষ্ঠা, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা, ট্রাফিক ব্যবস্থাপনা, ভবিষ্যৎ পুলিশিং ইত্যাদি সম্পর্কে জানতে চান।

এআর/একে/আরআইপি