ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে রাজউকের অভিযান, কনভেনশন সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৫ এএম, ৩১ জানুয়ারি ২০১৯

রাজধানীর বিমানবন্দর সড়কের ফার্মগেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি কনভেনশন সেন্টারে অবৈধভাবে নকশা নকশাবহির্ভূত অংশ গড়ে তোলায় ওই ভবন সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার বিমানবন্দর সড়কের দি ফ্লেমেনকো কনভেনশন সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে এই ভবনে অবৈধভাবে গড়ে তোলা অংশ ভেঙে ফেলা হয় এবং কনভেনশন সেন্টারের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজউকের অঞ্চল-৪ এর অথরাইজড অফিসার আদিলুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার আলী আযম, কায়সার পারভেজসহ অন্যান্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এএস/বিএ

আরও পড়ুন