ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উত্তর সিটিতে মেয়র প্রার্থী ৬ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এ দিন বিএনপির কেউ মনোনয়নপত্র জমা দেননি।

বুধবার সন্ধ্যায় মনোনয়নপত্র জমাদান শেষে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছিল মোট ২৬ জন। আজকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। এ দিন জমা দিয়েছে মোট ছয়জন।’

প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান, জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (সিংহ) থেকে ববি হাজ্জাজ এবং স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আব্দুর রহিম।

আবুল কাসেম বলেন, ‘এখানে নারীদের জন্য সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৫ জন। নবগঠিত ওয়ার্ড ছিল ১৮টি এবং দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন, মোট ২০টি ওয়ার্ড। কাউন্সিলর পদে নিয়েছিল ২১৫ জন, জমা দিয়েছেন ১৬৭ প্রার্থী।’

উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘মনোনয়নপত্র আমরা বাছাই করব ২ ফেব্রুয়ারি। এরপর আমরা জানাব কতপ্রার্থী নির্বাচন করবে। ৯ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের দিন। ১০ ফেব্রুয়ারি প্রতীক দেয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা প্রচার করতে পারবেন। এর আগে কেউ প্রচার চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল বলেন, ‘সংরক্ষিত ছয়টি নারী ওয়ার্ডে ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আর নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৫৮ জন।’

পিডি/জেএইচ/এমএস

আরও পড়ুন