ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আবারও স্পিকার নির্বাচিত শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

জাতীয় সংসদের স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।

সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।

পরে সেই প্রস্তাবে সমর্থন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

সংসদ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিনাভোটে নির্বাচিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি করা হয়।

এর আগে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে মনোনীত করা হয়।

এইউএ/জেএইচ/এমকেএইচ

আরও পড়ুন