ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরিমাপে কারচুপি, ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার রাজধানীর দক্ষিণ খান এলাকার কসাই বাড়ি ও গাওয়াইয়ের বাজারে বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় এ মামলা করা হয়।

অভিযুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দক্ষিণ খান এলাকার কসাই বাড়ি বাজারের মেসার্স আজোয়া কেক অ্যান্ড মিষ্টির দোকানে বাটারবন পণ্যের মোড়কে ওজন ও মূল্য, কেক পণ্যের প্যাকেটে পণ্যের নাম, ওজন, উৎপাদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় মামলা করে বিএসটিআই।

বিএসটিআই’র সার্ভিল্যান্স টিম গাওয়াইয়ের বাজার এলাকার কিবরিয়া এন্টারপ্রাইজ তেলের দোকানে জ্বালানি তেল পরিমাপে কম পায়। সেই সঙ্গে পরিমাপক যন্ত্রপাতির ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকার প্রমাণ পায়। সে কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

একই এলাকার টাঙ্গাইল সুইটস’র দোকানে পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকার প্রমাণ পায় সার্ভিল্যান্স টিম। এছাড়া এল কে প্লাজার মেসার্স ঢাকা জুয়েলার্স ও হিয়ামনি জুয়েলারির দোকানে ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকা ও ক্যাশ মেমোতে ভরি/আনা/রতির উল্লেখ পায় বিএসটিআই’র টিম। এতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ নেন।

এমএএস/জেএইচ/এমএস

আরও পড়ুন