রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের নির্দেশ যোগাযোগমন্ত্রীর
ঈদকে সামনে রেখে সব ধরনের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ঈদের আগে সাত দিন এবং পর তিন দিন ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি বন্ধ রাখলে আশা করি ঈদে ঘরমূখো যাত্রীদের অসুবিধা হবে না।
মন্ত্রী বলেন, ঈদের আগে ৭ দিন এবং ঈদের পর ৩ দিন ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও কাটাকাটি একদম বন্ধ করতে হবে। এ ছাড়া রাস্তার মধ্যে যত্রতত্রভাবে পড়ে থাকা গারবেজ কনটেইনার সরিয়ে নিতে হবে। এ ছাড়া মন্ত্রী আশা প্রকাশ করেন, এ বছর ঈদে ঘরমুখো যাত্রীদের তেমন কোনো অনুবিধা হবে না।
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা