ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি জানিয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ২০১৮ ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় আট লাখ ৫৮ হাজার শিক্ষার্থী ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় পাস করেছে। মেডিকেল ডেন্টালসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৪৬ হাজার, যা পাস করা শিক্ষার্থীদের তুলনায় অনেক কম। ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাওয়া যায় মাত্র তিন মাস।

তারা আরও বলেন, পৃথিবীর অন্য কোনো দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এ ধরনের পদক্ষেপ নেই, যেখানে একজন শিক্ষার্থীকে দ্বিতীয়বার সুযোগ দেয়া হয় না। ছোটবেলা থেকে আমাদের শতবার চেষ্টা করার কথা শুনিয়ে, স্বপ্ন দেখিয়ে, দ্বিতীয়বার চেষ্টার সুযোগ বন্ধ করে দেয়াটা অযৌক্তিক।

মানববন্ধনে এইচএসসি ২০১৮ সালের পাসকৃত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী সাখাওয়াত উল্লাহ তানভীর, ঢাকা কলেজের অর্ণব চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শাওন আহমেদ শুভ্র, নেত্রকোনা সরকারি কলেজের কাওছার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/জেএইচ/আরআইপি

আরও পড়ুন