ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকার সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

নাগরিক সমস্যা সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সভাকক্ষে ‘আধুনিক নাগরিক সেবা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ব্যাপক পরিবর্তন হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায়। তবে এ পরিবর্তনকে আরও বেগবান করতে হবে। ঢাকার প্রধান সমস্যা হচ্ছে- সুদূর প্রসারী কোনো মাস্টার প্ল্যান নেই। তবে এনিয়ে ভেঙে পড়লে চলবে না। সমস্যা বিবেচনায় রেখে সমাধান করতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমরা একসঙ্গে চলতে এবং কাজ করতে চাই। যেমন মশা নিধন, রাস্তা সংস্কার, খোঁড়াখুঁড়ি, এগুলো দুই সিটি কর্পোরেশন এবং সেবা সংস্থাগুলোকে একসাথে করতে হবে। ঘিঞ্জিপূর্ণ ঢাকার তাৎক্ষণিক কোনো সমাধান নেই। আমি যদি বলি তাৎক্ষণিক সমাধান আছে, তাহলে তা হবে ড্রামাটিক্যাল কথা।’

কাউন্সিলরদের তুলে ধরা হকার সমস্যার সমাধান প্রসঙ্গে মন্ত্রী বলেন, হকার সমস্যা সমাধানে আপনারা একসাথে বসুন আলোচনা করুন। আমাকে জানান। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এক পর্যয়ে সুয়ারেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ওয়াসার এমডিকে নির্দেশ দেন তিনি।

তাজুল ইসলাম আরও বলেন, খাদ্যে ভেজাল বন্ধে অভিযান নিয়মিত ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। যেখানে কাউন্সিলরগণও সম্পৃক্ত থাকতে পারেন।

এ সময় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সচিব এস এম গোলাম ফারুক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান, স্থপতি মোবাশ্বের হোসেন, রফিক আজম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,সচিব শাহাবুদ্দিন খান প্রমুখ।

এএস/এমবিআর/পিআর

আরও পড়ুন