বংশালে নকল ক্যাবল তৈরির কারখানা, চলছে র্যাবের অভিযান
রাজধানীর বংশালের আলু বাজারে বিআরবি ক্যাবলের নকল কারখানার সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে র্যাব।
রোববার দুপুর ১২টা থেকে অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি জাগো নিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা তথ্যে জানা যায়, বংশালের আলু বাজারে কারখানা স্থাপন করে অবৈধভাবে নকল বিআরবি ক্যাবেল তৈরি করা হচ্ছে। ওই তথ্যে নকল কারখানায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অভিযানে নকল কারখানার সন্ধান ও নকল পণ্য তৈরির প্রমাণ মিলেছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
জেইউ/বিএ/এমএস