ডিএসসিসির ৫৭ ওয়ার্ডে শুরু হচ্ছে ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন কাজ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাভুক্ত এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়নের কাজ শুরু করতে যাচ্ছে সংস্থাটি। নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে এসব সড়কের উন্নয়ন কাজ শুরু হবে।
জানা গেছে, ৭৭৬ কোটি টাকা ব্যয়ে 'ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন প্রকল্প' নামে নেওয়া প্রকল্পটি তিন বছর মেয়াদী। এ প্রকল্পের কাজ আগামী ফেব্রুয়ারি মাস থেকে ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়কের উন্নয়ন কাজ শুরু হবে। প্রকল্পের আওতায় ডিএসসিসি এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক নির্মাণ, নর্দমা, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ নির্মাণ ও সংস্কার, ফুটপাত নির্মাণ ও প্রসস্ত করা হবে।
এ বিষয়ে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান জানিয়েছেন, এ প্রকল্পের কাজ শেষ হলে ডিএসসিসির বাসিন্দারা সাচ্ছন্দে চলাফেরা করতে পারবেন। ড্রেনগুলো প্রসস্ত করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধা কিছুটা হলেও নিরসন হবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে প্রায় সাড়ে ১২শ’ কোটি টাকার মেগা প্রকল্প।
সেই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন ৮ ইউনিয়নের মধ্যে মাতুয়াইল, সারুলিয়া, দনিয়া ও শ্যামপুর ইউনিয়নে ৭৮৪ কোটি টাকা ব্যয়ে রাস্তা, নর্দমা, ফুটপাত, এলইডি বাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এছাড়া ৪৭৬ কোটি টাকা ব্যয়ে ডেমরা, নাসিরাবাদ, দক্ষিণগাঁও ও মান্ডা ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে। এসব এলাকার উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ৬৫.৭২ কিলোমিটার রাস্তা নির্মাণ, ৭.৯৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ, ১৭টি আরসিসি ব্রিজ নির্মাণ, ৮৪ কিলোমিটার নর্দমা নির্মাণ, ১১৬.১৮ কিলোমিটার রাস্তায় এলইডি বাতি স্থাপনসহ ইউটিলিটি লাইন স্থানান্তর।
এএস/এমএমজেড/জেআইএম