ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় ওমরাহ মেলা শুরু

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

ঢাকায় পঞ্চমবারের মতো ‘চ্যালেঞ্জার ওমরাহ মেলা-২০১৯’ শুরু হয়েছে। বৃহস্পতিবার গুলশানের পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে শুরু হওয়া এ মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।

বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর এমপি, বিশেষ অতিথি ছিলেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, ঢাকায় অবস্থিত রয়েল সৌদি অ্যাম্বাসি কনস্যুলেট জেনারেল ইব্রাহিম আলী এ. আল হুমাইদি ও ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী।

চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গোলাম সারোয়ার, সমাপনী বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান ফাতিমা ফারহীন নিশা চৌধুরী।

অনুষ্ঠানে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বলেন,‘আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষদের জন্য এ ধরনের মেলা অনেক সহায়ক ভূমিকা পালন করবে। ওমরাহ পালন করতে চান যারা বা যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের উপকারে আসবে এ মেলা। আমি আয়োজকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

এদিকে মেলা উপলক্ষে চ্যালেঞ্জার ওমরাহ প্যাকেজের বুকিং শুরু হয়েছে। এতে সাধারণ প্যাকেজের পাশাপাশি টু স্টার, থ্রি স্টার, ফাইভ স্টার হোটেল রুম প্যাকেজ রয়েছে। এ ছাড়া ওমরাহ যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এসব প্যাকেজের আওতায় আছে।

এমইউ/জেডএ/জেআইএম

আরও পড়ুন