রূপসা সেতু হলে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে : রেলমন্ত্রী
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি বলেন, খুলনা-মংলা রুটে রেললাইন নির্মিত হলে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। আমদানি-রফতানি বাণিজ্য বৃদ্ধি পাবে। সোমবার রাজধানীর রেলভবনে খুলনা-মংলা রুটে রেল নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্পের মহাব্যবস্থাপক মো. মজিবুর রহমান এবং ভারতীয় নির্মাণকারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টবরোর (LARSEN & TOUBRO) ব্যবসায়িক বিভাগের ভাইস প্রেসিডেন্ট পি. নিরাঞ্জনা।
ব্রিজটি নির্মাণের চুক্তি মূল্য এক হাজার ৭৬ কোটি ৪৪ লাখ টাকা। সেতুটির মূল দৈর্ঘ্য ৭১৬ মিটার। কাজ শেষ করার মেয়াদ ৪২ মাস। লাইন অব ক্রেডিটের আওতায় ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে খুলনা-মংলা রেললাইনসহ ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।
রেলমন্ত্রী বলেন, খুলনা-মংলা রেললাইনটি দক্ষিণাঞ্চল তথা সমগ্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এ প্রকল্প চালু হলে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। রূপসা রেলসেতু নির্মিত হলে আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধি পাবে।
মন্ত্রী এসময় রেলওয়ের চলমান ও ভবিষ্যতের বিভিন্ন প্রকল্পের কয়েকটির অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার রেল খাতের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের ব্যাপক উন্নতি হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা দিবাঞ্জন রায়, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো, ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ রেলওয়ের কর্মকর্তা এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেইউ/বিএ